রিপোর্টারঃ-স্টাফ রিপোর্টার বরগুনা-বরগুনা জেলা,বেতাগী উপজেলার চান্দখালিতে জমি দখলের জের ধরে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা চান্দখালির স্থায়ি বাসিন্দা দুই চাচাতো ভাইয়ের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পশু চিকিৎসক(ব্রাক কৃত্রিম প্রজনন)রাসেল মিয়া সাংবাদিকদের জানান, আমার কাকা মোঃ জাকির হোসেন আমার বাবার নিকট অহেতুক টাকা ও জমি পাবেন বলে দাবি করেছে।

মূলত এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, আমার বাবা অত্যন্ত নিরীহ মানুষ।আমার কাকা জাকির হোসেন,আনোয়ার হোসেন,সাকিব মাহমুদ,কামরুল ইসলাম সিফাত সহ অন্যান্য মহিলা প্রায় দশ জন মানুষ একত্রে জোর জবরদস্তি করে আমাদের ঘরে প্রবেশ করে,তখন আমার বাবা বাঁধা দিলে ওরা তাঁদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে।এক পর্যায়ে আমার এক গর্ভবতী বোন সহ চার বোন,মা,বাবা সহ সবাইকে পিটিয়ে এবং বাআহত এবং রক্তাক্ত করে।

আমি কোন মাধ্যমে সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে দেখি ঘরের সবাইকে মারধর করে ঘরে থাকা প্রয়োজনীয় কাগজ,দলিলপত্র এবং নগদ টাকা সব লুটপাট করে নিয়ে গেছে।অতএব অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod